বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তরায় ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৪:৪৫

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।

ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান জানান, ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ-সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেডে যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করেছে, ঐ গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা (চারটি ট্রাংকে) ছিল।

ইত্তেফাক/কেকে