শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘রোনালদোর মতো পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততো মেসি’

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২:২১

সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নে বর্তমানে মেসি ও রোনালদো এই দুটি নামই ঘুরপাক খায়। আর মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্ক দীর্ঘদিনের। রোনালদো এখন পর্যন্ত ৫টি ব্যালন ডি'অর জিতেছেন। অন্যদিকে মেসি জিতেছেন ৭টি ডি'অর। রোনালদো যা অর্জন করেছেন সবই কঠোর পরিশ্রমের মাধ্যমে। রোনালদোর মতো মেসি পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততো বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ প্যাট্রিক এভরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্কে সবসময় রোনালদোর পক্ষ নিয়েছেন ফরাসি লেফট ব্যাক এভরা। কাতার বিশ্বকাপ জিতে মেসি সেরার বিতর্কের অবসান ঘটিয়েছেন বলে মনে করেন অনেকেই। তবে এবারও রোনালদোকেই এগিয়ে রাখলেন এভরা। তিনি বলেন, ‘আমি মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখব তার পরিশ্রমের জন্য। মেসির প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, রোনালদো নিজের যোগ্যতায় সব অর্জন করেছে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক লেফট ব্যাক প্যাট্রিক এভরা

এভরা আরও বলেন, ‘মেসি যদি রোনালদোর মতো পরিশ্রমী হতো তাহলে এতদিনে তার ১৫ টি ব্যালন ডি’অর থাকতো। আমার কাছে রোনালদোই সেরা। সে অন্য ধরনের খেলোয়াড়। কেউ চাইলে মেসিকে পছন্দ করতেই পারে। আমি এই দুই ফুটবলারের মধ্য তুলনা করতে চাই না।’

সূত্র: দ্য মিরর 


 

 

 

ইত্তেফাক/জেডএইচ