সম্প্রতি সময়ে বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছিলেন হাসান। চলতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও চমক দেখিয়েছেন এই তরুণ পেসার।
ডেথ ওভারে বোলিংয়ে এসে ২ ওভারে ৫ রান খরচায় নেন ২টি উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন হাসান মাহমুদ। এই সময় তাকে প্রশ্ন করা হয় ক্যারিয়ার শেষে নামের পাশে কতো উইকেট দেখতে চান তিনি। এমন প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে হাসান বলেন, ‘অবশ্যই ৫০০ (উইকেট)।’
বিপিএলে নিজের পারফর্ম সম্পর্কে তিনি আরও বলেন, 'বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। চেষ্টা ছিল দলের জন্য কন্ট্রিবিউট করার। হয়তো ১ টা ম্যাচে করতে পারিনি। তবে বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এটা এখন অবশ্যই সাহায্য করছে।'