বাখমুত দখলে নিতে সেখানে রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, বাখমুতের জন্য গত ২৪ ঘণ্টায় রুশপন্থী ২২১ সেনা নিহত হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেছেন, এছাড়া আরও রাশিয়ার তিন শতাধিক সেনা আহত হয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, দোনেতস্কে অঞ্চলে ইউক্রেনের ২১০ জন সেনা নিহত হয়েছে। তবে মস্কো বাখমুতে হতাহত সেনাদের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখল নিতে গত কয়েক মাস ধরে তুমুল লড়াই করছে রুশ বাহিনী। সেখানে বিশেষ করে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ লড়ছে। বাহিনীটি ইতোমধ্যে শহরের অধিকাংশ অঞ্চল দখলের দাবি করেছে। তবে লড়াই চালিয়ে যাওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে এই যুদ্ধের বর্ষপূর্তি হয়েছে। দেশ দুইটির মধ্যে এই সংঘাত বন্ধের কোনও লক্ষণ না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ এখন বিপজ্জনক পর্যায়ে মোড় নিয়েছে।