‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি’ গানটির তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস এবং অভিনেতা নিরব। কিন্তু বিপত্তি ঘটে নাচের শেষ অংশে গিয়ে যখন অপু বিশ্বাসকে কোলে তোলার চেষ্টা করেন নিরব।
অপুকে কোলে তুলতে গিয়ে মঞ্চের ওপর ধপাস করে উল্টে পড়ে যান নিরব। এ সময় অপু বিশ্বাসও পড়ে যান।
শনিবার ( ১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে একটি জমকালো অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকস্মিক কেউ আঘাত পাননি। তবে নিরব-অপুসহ সেখানে উপস্থিত সবাই একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।
এ সময় সহ-শিল্পীদের সহযোগিতায় খুব দ্রুত নিজেদের সামলে নিয়ে মঞ্চে পরিবেশনা শেষ করেন অপু ও নিরব।