নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কাপড় ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে নির্যাতনের মামলায় সাবেক ওসি ও এসআইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আস-শামস্ জগলুল হোসেন এ নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন সোনারগাঁ থানার সাবেক ওসি বর্তমানে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মোরশেদ আলম এবং সোনারগাঁ থানার সাবেক এসআই বর্তমানে ভোলা জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত সাধন বসাক।
জানা যায়, ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকা থেকে কাপড় ব্যবসায়ী আনিসুর রহমান ও যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের থানার ভেতরে নির্যাতন করে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা। নির্যাতনে ব্যবসায়ী জ্ঞান হারালে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং ঘটনা কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় আদালতে ওসি ও এসআইকে অভিযুক্ত করে মামলা করে ব্যবসায়ী আনিসুর রহমান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১৯ সালের ১৪ নভেম্বর আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা একটি মামলার তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি আদালত ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। রোববার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ব্যবসায়ী আনিসুর রহমান আলমগীর বলেন, আশা করি ন্যায়বিচার পাবো। প্রতিনিয়ত মামলা উঠানোর জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আগেও বাড়িতে লোক পাঠিয়েছে যেন মামলা প্রত্যাহার করি।
ভুক্তভোগীর আইনজীবী মৃণাল কান্তি দত্ত বলেন, ব্যবসায়ী আনিসুর রহমানের করা মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।