বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ড. ইউনূস নিজের সম্মানহানি করেছেন: তাজুল ইসলাম

আপডেট : ১২ মার্চ ২০২৩, ২১:২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আদালতের রায়কে সম্মান না দেখিয়ে বিশ্বনেতাদের দিয়ে চিঠি ইস্যু করে নিজের সম্মানহানি করেছেন।

রোববার (১২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সুষ্ঠু নির্বাচন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির অভিধানে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা হচ্ছে, নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবে সেটাই। বিএনপির মতে, আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসলে সে নির্বাচন আর সুষ্ঠু হয় না!

তিনি আরও বলেন, জাতির পিতা ৭ মার্চের ভাষণের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। অথচ সেই মহান নেতার ভাষণই একসময় বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন বঙ্গবন্ধু, দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যখন অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন, তখনই ঘাতকেরা তাকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তার পরিবারের সদস্যদেরও হত্যা করে সোনার বাংলাদেশের স্বপ্ন, উন্নত বাংলাদেশের স্বপ্নকেও হত্যা করতে চেয়েছিল।

ইত্তেফাক/এসকে