মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

প্রসঙ্গ: ৯৫তম অস্কার আসর

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:৪৮

কিছু চমক নিয়ে আজ সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টায় বসেছে ৯৫তম অস্কার পুরস্কারের এবারের আসর। প্রতিবছরের মতো এবারও আসরটি ঘিরে সারাবিশ্বের সিনেপ্রমীদের মাঝে নানা জল্পনা-কল্পনা আর কৌতুহল রয়েছে। কে বা কারা পাচ্ছেন এবারের অস্কার, উদ্বোধনী অনুষ্ঠানে চমক কী থাকছে?— এমন হিসেব-নিকেশ চলছে অনেকদিন ধরেই। অস্কার কর্তৃপক্ষও জমকালো আয়োজনে কমতি রাখেনি।

কার্পেটের রঙ বদল
এবারের আসরে কার্পেটের রঙ পরিবর্তন করে চমকে দিয়েছে তারা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর সমার্থক হিসেবে পরিচিত রেড কার্পেট থাকছে না ৯৫তম অস্কারে। রেড কার্পেটের জায়গায় এবার থাকছে শ্যাম্পেন রঙের কার্পেট। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো অস্কারে পরিবর্তিত হলো কার্পেটের রঙ।

উপস্থাপক দীপিকা
গতবছর কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসেবে ভারতকে উপস্থাপন করেছেন দীপিকা পাডুকোন। এছাড়াও ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে তাকে। দীপিকার সঙ্গে সঞ্চালকের ভূমিকায় আরও থাকছেন এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন ও মাইকেল জর্ডন।

সেরার দৌড়ে
এবারের আসরে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি ১১টি মনোনয়ন পেয়ে পুরষ্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে। ৯টি মনোনয়ন নিয়ে কাছাকাছি অবস্থানে ‘দ্য বানশিস অব ইনিশেরিন’। ফেভারিট তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ব্র্যান্ডেন ফ্রেশার ও অস্টিন বাটলার। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার দৌড়ে এগিয়ে আছেন মিশেল ইয়ো ও কেট ব্লানচেট।

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার দৃশ্য।

নারী নির্মাতা নেই প্রতিযোগিতায়
পরপর ২ বছর সেরা পরিচালকের পুরস্কার নারী নির্মাতাদের ঘরে গেলেও এবারের আসরে এই ক্যাটাগরিতে কোনো নারীই মনোনয়ন পাননি। যা রীতিমতো অবাক করেছে সিনেপ্রেমীদের।

নতুন মুখের আধিপত্য
এবারের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে থাকা ৫ জনই নতুন মুখ! ১৯৩৫ সালের পর অস্কারে এমন ঘটনা এই প্রথম ঘটলো। অভিনেতা ক্যাটাগরিতে বয়সের ব্যবধানও চোখে পড়ার মতো। এর মধ্যে ২৬ বছর বয়সী পল মেসক্যাল যেমন আছেন, তেমনি আছেন ৭৩ বছর বয়সী বিল নিগলিও।

পল মেসক্যাল।

বিদেশি ছবির লড়াই
বাফটায় সর্বোচ্চ সাত পুরস্কার জেতার পর এই ক্যাটাগরিতে এগিয়ে আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। তবে চমক দেখিয়ে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ বা ‘ক্লোজ’ও জিততে পারে পুরস্কার।

বাফটায় সর্বোচ্চ সাত পুরস্কার জেতার পর এই ক্যাটাগরিতে এগিয়ে আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

চড় রোধে প্রস্তুতি
অস্কারের যেমন চমক থাকে তেমনি বিভিন্ন সময় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বাক্ষীও হয় এই আয়োজনটি। গতবছরও স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারণে অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। চলতি বছর অস্কারে এমন ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা নিয়েছে আয়োজকরা। এবার তারা ক্রাইসিস টিম নামে বিশেষ দল গঠন করেছে।

কেউ ফিরবে না খালি হাতে!
পুরস্কার জিতুক আর না-ই জিতুক অস্কার মনোনীতদের খালি হাতে ফিরতে হবে। সবাই বাড়ি ফিরবেন ১ লাখ ২৬ হাজার ডলার (প্রায় ১ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা) মূল্যের ব্যাগ নিয়ে।

 

 

ইত্তেফাক/এসজেড