বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সেরা নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শিনার্ট

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১০:৫৫

অস্কারের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য সেরা নির্মাতার অ্যাওয়ার্ড পেলেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শিনার্ট। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই পুরস্কার পেলেন দুই ড্যানিয়েল।  

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)। শেষ পর্যন্ত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই পুরস্কার পেলেন দুই ড্যানিয়েল।  

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল। 

 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন