স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার পেল তামিল ভাষার ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। এই ছবির জন্য অস্কার উঠলো পরিচালক কার্তিকী গনজালভেস আর গুনিত মঙ্গার হাতে। ভারতের তামিলনাড়ুর মেয়ে কার্তিকী আর গুনিতের জন্ম দিল্লিতে।
মানুষ ও হাতির মিষ্টি সম্পর্ক নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রটি নির্মিত।
অস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত এই দুই নির্মাতা ও প্রযোজক এটিকে ভারতের ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের অনুভূতির কথাও জানান প্রযোজক গুনিত মোঙ্গা।
এ বিভাগে মোট ৫টি তথ্যচিত্রর (স্বল্পদৈর্ঘ্য) মনোনীত হয়েছিলো। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছাড়া বাকি চারটি তথ্যচিত্র হলো হাউল আউট, হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?, দ্য মার্থা মিচেল ইফেক্ট ও স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট।
সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।