শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পঞ্চগড়ের সংঘর্ষ সরকারের মদদে হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৩:৫০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন সম্প্রতি পঞ্চগড়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা সরকারের মদদপুষ্টে হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এক বর্ধিত সভায় এসে এ মন্তব্য করেন তিনি। 

পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনা সরকারের মদদপুষ্ট একটি চক্র ঘটিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে যখন জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে ঠিক তখনি আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতে পূর্ব পরিকল্পিতভাবে এ সংঘর্ষ ঘটানো হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত মানুষ ও নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।’ বর্তমানে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া বলে দাবি করেছেন তিনি। 

তিনি আরও বলেন, ‘গতকাল তথ্যমন্ত্রী সেখানে গিয়ে সাবেক সংসদ সদস্য হারুনর রশিদ ও রুমিন ফারহানাকে দায়ী করে অবলিলায় মিথ্যা বক্তব্য দিয়েছেন। তথ্যমন্ত্রী বলেছেন- এ সংঘর্ষের ঘটনা তাদের ফেসবুক আইডি থেকে এ ঘটনাকে পশ্রয় দেওয়া হয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে এসব মিথ্যা প্রচারণা বন্ধ করুন এতে আপনাদের কোন লাভ হবে না।’

 

 

ইত্তেফাক/এসজেড