বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে বাবর

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৩০

নিয়মিত অধিনায়ক বাবর আজমকে বিশ্রামে রেখে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয়  আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানদের বিপক্ষে সিরিজে পাকিস্তানকে নেতৃত্বে দিবেন স্পিনার শাদাব খান।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ২৪, ২৬ এবং ২৭ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নয়টি পরিবর্তন এনেছে পাকিস্তান। বিশ্রাম দেওয়া হয়েছে ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফকেও।

ইনজুরির কারণে বাবর মাঠের বাইরে ছিটকে যাওয়ায় ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাদাব। সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিলো পাকিস্তান।

চলমান পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছে তিন সদস্যের নির্বাচক কমিটি।

পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান নাজাম শেঠি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়ার বিষয়ে  আমি সকল সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘আজম আমাদের অধিনায়ক ও দলের সম্পদ। পরের সিরিজেই আপনারা তাকে দলে ফিরতে দেখবেন।’

আফগানদের বিপক্ষে ফের দলে ডাক পেয়েছেন  ইমাদ ওয়াসিম, আজম খান, আবদুল্লাহ শফিক ও ফাহিম আশরাফ। এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি  সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে প্রতিবেশি দুই দেশ। 

আফগানিস্তান সিরিজের পাকিস্তান দল: শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সিয়াম আইউব, শান মাসুদ, তাইয়াব তাহির, জামান খান।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন