বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২২:১৪

নওগাঁর ধামইরহাট লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সোমবার(১৩ মার্চ) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এ অভিযোগে মানববন্ধন পালন করেছে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করছে। জুলফিকার আলী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান শিক্ষক পদে বসানোর জন্য অপচেষ্টা করছে।

বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমকি দিয়েছেন যদি ধামইরহাট থাকি তবে আব্দুল্লাহ আল মামুনকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হবে। এ কাজে কে আটকায় তা তিনি দেখবেন। 

অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমার বরখাস্তের আদেশ শিক্ষাবোর্ড কর্তৃক প্রত্যাহার করা হয়েছে। এসব করে তাকে হয়রানি করা হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, কাউকে চেয়ারে বসার কথা কখনোই বলিনি। ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিধিমতো ও প্রজ্ঞাপন মেনেই সিদ্ধান্ত দিয়েছি। এতে আমার কোনো স্বার্থ নেই। এ বিষয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিতে সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না।

ইত্তেফাক/এবি/পিও