মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পিকআপের ধাক্কায় সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধা

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২২:১৯

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মো. সাহাব উদ্দিন (৭৩) নামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুলতান আহম্মদ (৭০) নামে আরেক বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। 

নিহত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দীন উপজেলার হাসিমনগর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহমেদ বলেন, মো. সাহাব উদ্দিন ও সুলতান আহমদ রেশন আনার জন্য চট্টগ্রাম পুলিশ লাইনে যাচ্ছিলেন। বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ দু’জনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাহাব উদ্দিন মারা যান এবং সুলতান আহমদ গুরুতর আহত হন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্ময় জামশেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা যান। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়েছিলো। 

চৌধুরীহাট হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক গোলজার আহমেদ বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় একটি পিকআপ সাহাব উদ্দিন ও সুলতান আহমদকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাহাব উদ্দিন মৃত্যু হয়। আহত অবস্থায় সুলতান আহমদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও