প্রথম দুই ম্যাচেই টস জয়ের পর আজ সিরিজের শেষ ম্যাচে টস হারলো বাংলাদেশ। আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করে জিতেছিলো টাইগার বাহিনী। আজ শেষ ম্যাচে পেলো আগে ব্যাটিং। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা টাইগারদের সামনে আজ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করার হাতছানি। ইতিহাস গড়ার আশায় থাকা এই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হচ্ছে বিপিএল মাতানো তরুণ স্পিনার তানভীর ইসলামের।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়াই আজ একাদশে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন টাইগার কোচ হাথুরুসিংহে।
দ্বিতীয় ম্যাচে থেকে আজ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। অভিষিক্ত তানভীরকে জায়গা দিতে গিয়ে আজ একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ। সবশেষ বিপিএলে সর্বোচ্চ উইকেটব শিকারি তানভীরের সামনে এবার সুযোগ আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করার।
এছাড়া, আফিফ হোসেনের জায়গায় আজ আবার একাদশে ফিরেছেন শামীম হোসেন। প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজকে জায়গা দিতে গিয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিলো এই ব্যাটারকে। তৃতীয় ম্যাচে এসে আফিফকে বসিয়ে ফের শামীমকে মাঠে নামচ্ছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, বাংলাওয়াশের লজ্জা এড়াতে দ্বিতীয় ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।