শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:৫০

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নাটক-সিনেমার পাশাপশি রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো আরও একটি পরিচয়। শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন তিনি। সরকার তাকে দুই বছরের জন্য এই দায়িত্ব দিয়েছে। জ্যোতিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি-৩(ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায় ২০০৫ সালে। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। 

জ্যোতির জন্ম ময়মনসিংহের গৌরীপুরে। আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন এই অভিনেত্রী।

ইত্তেফাক/বিএএফ