মাদারী ফুলের গাছ আমাদের মাঝে থেকে হারিয়ে যেতে বসেছে। আগে রাস্তার ধারে হারহামেশাই চোখে পড়তো। এখন আর তেমন চোখে পড়ে না। দিনে দিনে এই গাছের সংখ্যা কমছে। কলম করলে সহজেই এই গাছ রক্ষা ও বৃদ্ধি করা সম্ভব। এই গাছের ফুল খুবই সুন্দর এবং চোখ ধাঁধানো রক্ত রাঙার মতন দেখতে। মঙ্গলবার (১৪ মার্চ) রাজশাহী নগরীর শ্যামপুর এলাকায় একটি গাছে এ ফুল ফুটেছে। সেই ফুলে থাকা মধুর তৃষ্ণায় জুটেছে ঝুঁটি শালিক ও অন্যান্য দেশীয় পাখিরা। ছবি: আজাহার উদ্দিন