কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে এক বিচারককে ‘ভাত খেতে দেব না’ ও ‘চাকরি করতে দেবো না’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মানববন্ধন করে স্থানীয় আইনজীবীরা।
এর আগে গত শনিবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষক সমিতি, রামু শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কমলে এ হুমকি দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এমপি কমল বলছেন, ‘জজ সাহেবের সঙ্গে কথা বলেছি। জমিজমা নিয়ে গণ্ডগোল, সেখানে কোনো মারামারি ঘটেনি। কিন্তু একজন পেশকার জজ সাহেবকে ম্যানেজ করে দ্রুতবিচার আইনে মামলা দিয়েছে। বেঁচে থাকতে শিক্ষক জসীম উদ্দীনকে জেলে যেতে দেব না। তাকে যদি জেলে যেতে হয়, বেঁচে থাকতে যে জজ সাহেবকে জীবনে ভাত খেতে দেব না। তাকে চাকরি করতে দেবো না।’
মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করেন, সংসদ সদস্য গডফাদারের ভাষায় আদালত ও বিচারকের সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা আদালত ও বিচারককে অবমাননার শামিল। স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে একজন আইন প্রণেতার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি করবে। তাই এমপি কমলকে তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, এমপি কমলের বিরুদ্ধে সুনীল কুমার শর্মা নামে প্রবীণ এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। যিনি সংসদ সদস্য কমলকে পড়িয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আবু তাহের, আইনজীবী নুরুল ইসলাম নুরু, রিদুয়ান আলী, নুর মোহাম্মদ মামুন ও খোরদেশ আলম গুনুসহ অনেকে।