বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, ইবিতে মাইকিং

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের একটি দাবি ছিল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এছাড়া কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্যাম্পাসে প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/পিও