বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৩০

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। 

নবজাতকের দাদা তাছির উদ্দিন বাপ্পী বলেন, অসুস্থ হয়ে পড়লে শিশু নাতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন জরুরি বিভাগে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী চিকিৎসা না দিয়ে ভর্তির জন্য মহিলা ও শিশু ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে গেলে কর্তব্যরত নার্স বাচ্চার বয়স ভুল লেখা হয়েছে বলে সংশোধন করে আনতে বলে। আবার জরুরি বিভাগে আসলে তখন মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়। তিনি বলেন বাচ্চার অবস্থা ভালো না বাইরে নিয়ে যান। এ সময় আরেক মেডিক্যাল অফিসার বাচ্চাকে দেখে বলে অনেক আগেই মারা গেছে।

তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসকরা হাসপাতালে ১ ঘণ্টা নাটক করেছে। চিকিৎসা না পেয়ে আমার নাতী মারা গেছে। তদন্তের মাধ্যমে চিকিৎসকের শাস্তি দাবি করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের অবহেলা শিশুটির মৃত্যু হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম বলেন, হাসপাতালে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ইত্তেফাক/এবি/পিও