বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘মাধ্যম বিবেচনা করে কাজ করতে চাই না’

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০০:৪৫

‘আমি আসলে ওটিটি, নাটক, সিনেমা কোনো প্লাটফর্মকে আলাদাভাবে দেখছি না। যেখান থেকে ভালো কাজের প্রস্তাব আসছে সেখানেই কাজ করার চেষ্টা করছি। একজন অভিনেত্রী হিসেবে মাধ্যম বিবেচনা করে কাজ করতে চাই না।’ নিজের বর্তমান কাজ ও পরিকল্পনা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

নাটক, ওয়েব সিরিজে সমানতালে কাজ করা এই অভিনেত্রী সম্প্রতি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। কলকাতার অতনু ঘোষের নির্মিত ‘আরও এক পৃথিবী’ শিরোনামের সেই সিনেমাটি গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও কুড়িয়েছেন ফারিণ। তবে কলকাতার সিনেমায় অভিষেক হলেও দেশের সিনেমায় সুযোগ পাওয়া অপেক্ষা আছেন তিনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানান ফারিণ। তিনি বলেন, ‘এই দেশের মানুষই আমাকে ফারিণ বানিয়েছে। তাছাড়া দেশের সিনেমায় কাজের ইচ্ছে সবার মতো আমারও আছে। বলতে পারেন, বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। যদি মনমতো পেয়ে যাই, তাহলে অবশ্যই করা হবে।’ অন্যদিকে সম্প্রতি দেশের জনপ্রিয় সংগীত ব্যান্ড অ্যাশেজের মিউজিক ভিডিওতে দেখা গেছে ফারিণকে। সেখানেও দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

 

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন