মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মার্কিন ড্রোনকে ভূপাতিত করলো রুশ যুদ্ধবিমান

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০০:১৪

মার্কিন এক ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে মানবহীন ওই মার্কিন আকাশযান কৃষ্ণসাগরে ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় একটি রুটিন মিশনে ছিল। সেইসময় দুটি রাশিয়ান জেট এটিকে আটকানোর চেষ্টা করে।

মার্কিন ইউরোপীয় কমান্ড বলেছে, বিধ্বস্তের ঘটনাটি 'রাশিয়ানদের অ-পেশাদারি কাজের' ফল। মার্কিন ও তার মিত্র বাহিনী ওই অঞ্চলে অভিযানে চালিয়ে যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ নিয় রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের এমকিউ-৯ ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশনে ছিল। এইসময় রাশিয়ান যুদ্ধবিমান তাতে বাধা দেয়। এর ফলে এটি বিধ্বস্ত হয়। 

এই নিয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, কৃষ্ণসাগরে রাশিয়ান এসইউ-২৭ যুদ্ধবিমান মার্কিন এমকিউ-৯ ড্রোনকে আঘাত করেছে। 

রাশিয়ার এই ঘটনাকে তিনি অনিরাপদ ও অপেশাদার বলে উল্লেখ করেছেন। এছাড়া এই ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/ইআ