বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এবারের হজ প্যাকেজ অমানবিক : হাইকোর্ট

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৫:০০

এবারের ঘোষিত হজ প্যাকেজ অমানবিক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছে, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে। এ সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই মন্তব্য করেন।

হাইকোর্ট বলে, হজযাত্রীদের জন্য সরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক। কোটি কোটি টাকা লোকসানের দায় হজযাত্রীদের ওপর চাপাতে পারে না বিমান।

আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট গাজী মো. মহসীন শুনানি করেন। আজ বুধবার এ রিটের উপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ দিন হজ প্যাকেজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কি তা জেনে আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বলা হয়েছে।

এবারের হজ প্যাকেজ সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। এই প্যাকেজ পুনর্নির্ধারণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আশরাফ উজ জামান খান।

 

ইত্তেফাক/ইআ