মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দলিত সংস্থার রজত জয়ন্তী উৎসব 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:১১

দলিত হাসপাতাল, প্রাঙ্গণ, চুকনগর ডুমুরিয়া, খুলনায়, “দলিত সংস্থা এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব”এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র চন্দ, মাননীয় সংসদ সদস্য, আসন-৫। 

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মাধ্যমে রজত জয়ন্তীর শুভ উদ্বোধনী ঘোষণা করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাস। অতিথিদেরকে দলীয় নৃত্য ও দলিতদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে বরণ করে নেয় দলিত শিক্ষার্থী ও স্থানীয়রা। স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে দলিত সংস্থার অগ্রযাত্রায় ২৫ বছরের কার্যক্রমকে তুলে ধরেন, স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত। তারই পাশাপাশি তিনি মাদার ডোনার ইটালি থেকে আগত সব অতিথিদের আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা ও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ দেন। জেভেরিয়ান সোসাইটি থেকে ফাদার লুইজি পাজ্জি ড. বাবা সাহেব আম্বেদকরের ৪ টি স্তম্ভের কথা তুলে ধরেন। খুলনা, ধর্মপ্রদেশ এর বিশপ রাইট রেভারেন্ড জেমস রমেন বৈরাগী দলিতের ২৫ বছর পূর্তিতে দলিত সংস্থার অবদান তুলে ধরেন। এছাড়া ফাদার মিম্মো দলিত সংস্থার লগোতে ২ টি শিশু যে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তার তাৎপর্য ব্যাখ্যা করেন। দলিত এইভাবে তার কার্যক্রমের মাধ্যমে আরও  বিভিন্ন জয়ন্তী পালন করুক সেই আশাবাদ ব্যক্ত করেন। পুষ্পমালা দাস, খুলনা বিশ্ববিদ্যালয়য় থেকে আইন বিভাগের সদ্য এম.এ পাশকৃত দলিত শিক্ষা প্রকল্পের কৃতি শিক্ষার্থী দলিতের সঙ্গে তার পথচলার কথা বলেন। 

এ পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় বাবু নারায়ন চন্দ্র চন্দ, মাননীয় সংসদ সদস্য, খুলনা আসন-৫, বলেন দলিত সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনি আরও আগে থেকে অবগত আছেন। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং দলিতরে শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, বর্ণ-বৈষম্য এবং নিজেদের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করে যাচ্ছে এবং দলিত সংস্থাকে আরও বেশি করে কাজ করতে হবে এই ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য। এছাড়া দলিতদের উন্নয়ন কাজে তিনি সার্বিক সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রæতি প্রদান করে তার বক্তব্য শেষ করেন। 

উক্ত অনুষ্ঠানে ফাদার আন্তনিও জারমানো দাস, রিকার্ডো, পিয়োত্র মারিয়ানি, লিজেত্তা বিয়াঙ্কি, ফাদার বিপ্লব, ফাদার ডমিনিক হালদার, ফাদার রকি গমেজ, সুদূর ইটালি থেকে আগত ৪ জন চিকিৎসক, ইফ্ফাত জেরিন, অ্যাডভোকেসী স্পেশালিস্ট, কাউন্টারপার্ট  ইন্টারন্যাশনাল, মিলন কুমার দাস, নির্বাহী পরিচালক, পরিত্রান,  মিসেস সিলভী হারুন, সভাপতি, সম্প্রীতি ফোরাম, খুলনা, নিবার্হী কমিটির সদস্য গোলাপীসহ দলিত সংস্থার সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এআই