কুড়ি বাইশ বছর ধরে পদ্মা নদী নিজ গতি ও পানির ঢেউ আর তার সঙ্গে পানির শব্দ সবি হারিয়ে ফেলেছে। শহর রক্ষা বাঁধ থেকে পদ্মা নদী অনেক দুরে সরে গেছে। সেই সুযোগে ধীরে ধীরে দখলদারেরা নদীর পাড় দখল করে নিচ্ছেন। এখন খালে পরিণত হয়ে গেছে নদী। জেগে উঠেছে বিশাল চর। সেইসব চরে ফসল ফলাচ্ছেন কৃষকেরা। ছবিগুলো রাজশাহী তালাইমারী ফুলতলা এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন