ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ দলকে মাঠে নামতে হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ইংলিশদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে এসেছে আইরিশরা। এসেই চলে গেছে সিলেটে। আজ সেখানেই বিসিবি একাদশের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচ খেলেছে কার্টিস ক্যাম্ফারের দল। বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৭৮ রানে হারিয়ে নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিয়েছে সফরকারীরা।
বুধবার (১৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে কার্টিস ক্যাম্ফার আর পল স্টার্লিংয়ের ফিফটিতে ৪০ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ১৮১ রানেই থামে ইয়াসির আলীর নেতৃত্বাধীন বিসিবি একাদশ।
ডিএলএস মেথডে ২৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেছিলো বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতেই ওঠে ৩৫ রান। এরপর ১৮ রান করা জাকির হোসেন ফিরে গেলে তিন নম্বরে নামা আশফাক রোহানকে নিয়েও জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার সৌম্য সরকার। দলীয় ৭৯ রানে এই জুটি ভাঙে রোহান আউট হলে।
এরপরই হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিসিবি একাদশের ব্যাটিং লাইনআপ। একে একে সাজঘরে ফেরেন শাহাদাত দীপু, সৌম্য আর ইয়াসির। ১০০ রানেই ৫ উইকেট হারায় বিসিবি একাদশ।
৬ষ্ঠ উইকেট জুটিতে আকবর আলী আর শামীম হোসেন চেষ্টা করলেও বেশিদূর নিত্যে পারেনি দলকে। ১৪০ রানের মাথায় ফিরে যান আকবর। শামীমও আউট হয়ে যান ব্যক্তিগত ৩৬ রানেই। ১৮১ রানেই থামে বিসিবি একাদশের ইনিংস।