বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আজ থেকে আন্দোলন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০২:০১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে আজ বৃহস্পতিবার থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। নতুন মজুরি বোর্ড গঠনসহ কয়েকটি দাবিতে আগামী এক মাস দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডের মজুরি বোর্ডের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, দেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেলেও বর্তমান বাজারের মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতির চাপ শ্রমিকের জীবনে এনেছে বিরাট দুর্ভোগ। দ্রব্যমূল্য হুহু করে বেড়ে জনজীবনে এ সংকট তৈরি করেছে। বাসভাড়া, যাতায়াত, চিকিৎসা, শিক্ষা, বিনোদন বাদে শুধু খাবার খরচই বলে দেয় শ্রমিকদের দুরবস্থার কথা। পোশাক শ্রমিকসহ মেহনতি মানুষের এই সংকটকালে মজুরি বৃদ্ধি করা প্রয়োজন। যার জন্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানাই। তিনি বলেন, ২০১৮ সালে শ্রমিকদের আন্দোলনের মুখে মজুরি বোর্ড গঠন করে ২০১৯-এর জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর করে। এ সময় শ্রমিকরা ১৬ হাজার টাকা দাবি করলেও তা দেওয়া হয়নি। এটা শ্রমিক-মালিকের সম্পর্কের স্বার্থরক্ষার প্রহসন, চাহিদার তুলনায় অপ্রতুল। সংবাদ সম্মেলনে আটটি দাবি জানায় সংগঠন দুটো। এগুলো হলো—৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা, নতুন মজুরি ঘোষণার আগে ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা চালু, সোয়েটার ও পিস রেটে কর্মরত শ্রমিকদের কাজের আগে মজুরি নির্ধারণ, বাধ্যতামূলক অংশীদারিত্বমূলক প্রভিডেন্ট ফান্ড চালু করা ও মূল মজুরির ১০ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া উল্লেখযোগ্য।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক সাইফুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।

ইত্তেফাক/ইআ