বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পেনশনব্যবস্থার সংস্কার

শ্রমিক ধর্মঘটে প্যারিস যেন ময়লার ভাগাড়

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৩:৩১

শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে প্যারিস। এই ধর্মঘটে যোগ দিয়েছে পরিচ্ছন্নকর্মীরাও। ফলে প্যারিস যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় সব রাস্তায় ময়লা রয়েছে। ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমনকি আইফেল টাওয়ারের চারপাশের রাস্তায় ময়লার স্তূপ জমে থাকায় বিপাকে পড়েছেন নগরবাসী ও পর্যটকরা। স্থানীয় প্রশাসন দ্রুত ময়লা সরানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ধর্মঘট চলছে। গত ৬ মার্চ থেকে প্যারিসের ময়লা সংগ্রাহকরাও ধর্মঘট পালন করছেন। প্রেসিডেন্ট ম্যাক্রঁ অবসরের বয়স ৬২ থেকে ৬৪ বছর করেছে। ইতিমধ্যে সিনেটে এ সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, প্যারিসের রাস্তায় ময়লার স্তূপ হয়ে গেছে। সোমবার পর্যন্ত ৫ হাজার ৬০০ টন ময়লা জমে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তিনটি আবর্জনা প্রক্রিয়াকরণকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। চতুর্থটিও আংশিক বন্ধ। ময়লার কারণে প্যারিসের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে আছেন। তারা আশঙ্কা করছেন যে, ইঁদুর এবং তেলাপোকার উৎপাত বেড়ে যেতে পারে।

বিখ্যাত আইফেল টাওয়ারের সামনের রাস্তায় ময়লার ব্যাগের বিশাল বিশাল স্তূপ। এমন দৃশ্য এর আগে কখনোই দেখেননি ফ্রান্সের রাজধানী প্যারিসে আসা পর্যটক এমনকি শহরের বাসিন্দারা। প্যারিস ছাড়াও নান্তেন, রেঁনস ও লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে। রাস্তায় ময়লার স্তূপ জমে যাওয়ায় আইফেল টাওয়ার ও এর আশপাশের এলাকায় কমেছে পর্যটক

ইত্তেফাক/ইআ