পরশু রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের আরো একটি ম্যাচ ছিল। তবে এফসি পোর্তো ও ইন্টার মিলানের মধ্যকার সেই ম্যাচকে চাপা দিয়ে দিনের সবটুকু আলোই কেড়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি ও আরবি লিপজিগের ম্যাচটি। আরো একটু স্পষ্ট করে বললে, দিনের সবটুকু আলোই কেড়ে নিয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তিনি যে একাই করেছেন ৫ গোল। গড়েছেন একগাদা রেকর্ড।
বুঝতেই পারছেন হালান্ডের রেকর্ডের মালা গাঁথার দিনে তার দল ম্যান সিটি গোল বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষ আরবি লাইপজিগকে। নিজেদের ঘরের মাঠ ইতিহাদে ম্যান সিটি জিতেছে ৭-০ গোলে। ৭ গোলের রোমাঞ্চের ম্যাচের দিনে গোলশূন্য নিষ্প্রাণ ড্র ম্যাচ নিয়ে কার আগ্রহ থাকে বলুন! উল্লেখ্য, এফসি পোর্তো ও ইন্টার মিলানের মধ্যকার শেষ ষোলোর ফিরতি লেগটি গোলশূন্য ড্র হয়েছে। তবে নিজেদের ঘরের মাঠের প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে থাকায় ১-০ অগ্রগামিতা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইন্টার মিলান। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে নিতে হয়েছে বিদায়। বিপরীতে লিপজিগকে বিদায় করে হালান্ডের ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে উঠেছে ৮-১ গোলের অগ্রগামিতা নিয়ে। উল্লেখ্য, লিপজিগের মাঠের প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল। পরশু হালান্ড প্রথম গোলটা করেন ২২ মিনিটে পেনাল্টি থেকে। আরো দুই গোল করে প্রথমার্ধেই পূর্ণ করেন হ্যাটট্রিক।
বিরতিতে থেকে ফিরে ৫৩ ও ৫৭ মিনিটে আরো দুইবার সতীর্থদের উৎসবের মধ্যমণি হন তিনি। মানে মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ৫ গোল করে ফেলেন তিনি। হয়তো ডাবল হ্যাটট্রিকও করতে পারতেন! কিন্তু তা পারেননি কোচ পেপ গার্দিওলা তাকে ৬৩ মিনিটেই মাঠ থেকে তুলে নেওয়ায়।