মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০:১৬

উখিয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টা হতে সাড়ে ৯টায় ট্রাক ও মিনি পিক-আপের সংঘর্ষ এবং একটি অ্যাম্বুলেন্স উল্টে রোহিঙ্গাসহ ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নবজাতকও রয়েছে।

উখিয়ার হাইওয়ের সড়ক টিভি টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীদ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

নিহতরা হলেন, টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বি-১০ ব্লকের আউয়াল ইসলামের ছেলে মো. জহির রহমান ও তার নবজাতক এবং উখিয়ার থাইংখালি ৫ নম্বর ওয়ার্ড আশার পাড়ার মৃত আবুল কাসেমের ছেলে গাড়ি চালক ফারদিন রাফি (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহপরীরদ্বীপ হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘সড়কে উখিয়ার টিভি টাওয়ারের সামনে কক্সবাজারমুখী ট্রাক টেকনাফমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মিনি পিক-আপে থাকা ফারদিন রাফি (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন।

এর আধা ঘণ্টার ব্যবধানে কক্সবাজার থেকে দ্রুতগতিতে আসা টেকনাফমুখী একটি অ্যাম্বুলেন্স রাস্তার ট্রানিং ক্রস করতে গিয়ে উল্টে মো. জহির রহমান নামে এক রোহিঙ্গা ও তার নবজাতকসহ মোট ২ জন ঘটনাস্থলে নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

ইত্তেফাক/এসজেড