শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঢুকলেন ৬ হাজারির এলিট ক্লাবে

সেঞ্চুরি হাঁকিয়ে ডিপিএল শুরু বারবার উপেক্ষিত বিজয়ের

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:১৭

আগেরবার যেখানে শেষ করেছিলেন, এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন। বদলেছে শুধু জার্সির রং, গতবারের প্রাইম ব্যাংক থেকে এবার ঢাকা আবাহনীতে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এলে যেন অবধারিতভাবেই রানের ফোয়ারা ছোটাবেন  এনামুল হক বিজয়। গতবার গড়েছিলেন ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। এবারও আবাহনীর জার্সি গায়ে আসরের প্রথম ম্যাচেই  সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। আর এই সেঞ্চুরিতেই  'লিস্ট এ' ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন জাতীয় দলে বারবার উপেক্ষিত হওয়া বিজয়। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নেমে ১০৯ বলে ৪ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি তুলে নেন বিজয়। শেষ পর্যন্ত ১১৮ বলে ১২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ওপেনার। 

ছবি: সংগৃহীত

'লিস্ট এ' ক্রিকেটে এর আগে ১৭৭ ম্যাচে ১৭২ ইনিংস ব্যাট করে ৫৯৩৩ রান করেছিলেন বিজয়। আজ ৬৭ রান তুলেই ৬ হাজারি রানের এলিট ক্লাবে ঢুকে যান তিনি। এই রান করার পথে আজকেরটি সহ এখন পর্যন্ত 'লিস্ট এ' ক্রিকেটে ১৬টি শতক হাকিয়েছেন বিজয়।

ডিপিএলের গত আসরে প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত ফর্মে থেকে ৩ সেঞ্চুরি আর ৮ হাফ সেঞ্চুরিতে প্রায় ৮০ গড়ে ১০৪২ রান তুলেছিলেন বিজয়, যা ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।  প্রাইম ব্যাংকের হয়ে সেই ফর্মই বিজয়কে আবার সুযোগ করে দেয় জাতীয় দলের জার্সি গায়ে তোলার। জিম্বাবুয়ে সিরিজেও টেনে গিয়েছিলেন নিজের ফর্ম, ৩ ওয়ানডেতে করেছিলেন ১৬৯ রান। তবে পরের সিইরজেই ভারতের সঙ্গে তেমন ভালো করতে পারেননি এই ওপেনার। তারপরই আবার জাতীয় দল থেকে ছিটকে পড়েন বিজয়। 
   
ঘরোয়াতে রেকর্ড গড়ে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর মাত্র তিন ম্যাচ খারাপ খেলেই বাদ পড়েন দল থেকে। জাতীয় দলের অনেক ক্রিকেটার বারবার ব্যর্থ হওয়ার পরও সুযোগ পাচ্ছেন দিনের পর দিন, সেখানে বিজয়কে বাদ পড়তে হয় মাত্র তিন ম্যাচ খারাপ খেলার পরই।

ছবি: সংগৃহীত

ঘরোয়াতে বরাবরই ছন্দে থাকা বিজয় আবার ব্যাট হাতে নেমেছেন ডিপিএলে। আবারও হয়তো হাসবে তার ব্যাট, রানের ফোয়ারা ছুটবে ঘরোয়াতে। তবে আবার কি জাতীয় দলে ডাক পাবেন বারবার উপেক্ষিত হওয়া এই ওপেনার? তাকে কি পর্যাপ্ত সুযোগ দেবেন জাতীয় দলের নির্বাচকরা?

এদিকে, ডিপিএলে আবাহনীর প্রথম ম্যাচে বিজয়ের পাশাপাশি এদিন রান পেয়েছেন আফিফ হোসেন আর নাইম শেখরাও। তিন ব্যাটারে ভর করেই নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩৭২ রান সংগ্রহ করেছে ধানমন্ডি পাড়ার দলটি।

ইত্তেফাক/এসএস