টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয়ে আসতে দেরি হওয়ায় কয়েকজন ছাত্রীকে বেত্রাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার (১৩ মার্চ) সকালে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ে প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশে যেতে দেরি হওয়ায় কয়েকজন ছাত্রী গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। পরে সমাবেশ শেষ হলে তারা বিদ্যালয়ে প্রবেশ করতেই প্রধান শিক্ষক তাদের এলোপাথাড়ি বেত্রাঘাত করে। এতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে লামিয়ার পায়ে গুরুতর জখম হয়। বেত্রাঘাতে তার পা ফুলে গেলে টিফিনের পর বাড়িতে চলে যায়। সেদিন থেকে ভয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছে না।
শিক্ষার্থী উম্মে লামিয়া জানায়, ওইদিন বোনকে প্রাইভেটে রেখে আসতে দেরি হয়। এতে বিদ্যালয়ে যেতেও দেরি হয়। বিদ্যালয়ে প্রবেশের আগেই দেখি এসেম্বলি শুরু হয়েছে। তাই বিদ্যালয়ের গেটের বাইরে অপেক্ষা করছিলাম। বিদ্যালয়ে যাওয়ার পরই প্রধান শিক্ষক বেত দিয়ে পেটাতে থাকে। পায়ের জখম ফুলে কালো দাগ তৈরি হয়েছে। এখন হাটতে সমস্যা হচ্ছে। ঘটনার পর থেকে ভয়ে বিদ্যালয়ে যাচ্ছি না।
অভিযুক্ত প্রধান শিক্ষক লাল মাহমুদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেত্রাঘাত করা অপরাধ। ছাত্রীকে বেত্রাঘাত করার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।