শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:২২

ঝালকাঠির নলছিটির বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র ও একজন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে শিমুলতলা বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।  

নিহত স্কুলছাত্র তুর্য ভট্টাচার্য জেডএ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের মিলন ভট্টাচার্যের ছেলে। আকাশ নামের অপর নিহত যুবক একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তবে আকাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, বাসটি বাকেরগঞ্জ উপজেলা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/পিও