শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হ্যাটট্রিক ফিফার সভাপতি নির্বাচিত ইনফান্তিনো

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২৭

টানা তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৬ মার্চ) ) রুয়ান্ডার কিগালিতে ফিফার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এই সুইস আইনজীবী।

এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। টুইটবার্তায় ফিফা জানায়, ‘জিয়ান্নি ইনফান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।’

জিয়ান্নি ইনফান্তিনো

২০১৬ সালে প্রথম ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে ফের ফিফা সভাপতি হন ৫২ বছর বয়সী এই ফুটবল সংগঠক। আগামী ২০২৭ সাল পর্যন্ত ফিফার সভাপতি পদে থাকছেন জিয়ান্নি ইনফান্তিনো। 

ইত্তেফাক/জেডএইচ