ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের বোর্ডে রদবদল আনতে যাচ্ছে ক্লাবটির মালিকপক্ষ। ক্লাবের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কে বুধবার (১৫ মার্চ) ভক্তদের উদ্দেশ্য করে বলেন, ক্লাবটিকে নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা কখনো ‘শেষ হবে না’। এ সময় প্রিমিয়ার লিগের শিরোপা প্রতিদ্বন্দ্বী ওই ক্লাবের বোর্ড পুনর্গঠনের ঘোষণা দেন তিনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রোয়েঙ্কের ছেলে জোশ ক্রোয়েঙ্কে ক্লাবটির কো-চেয়ারম্যান এবং টিম লুইস হচ্ছেন এর নির্বাহী ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালে ক্রোয়েঙ্কে স্পোর্টস এন্ড ইন্টারটেইনমেন্ট নামের একটি কোম্পানি গঠন করে আর্সেনালের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন স্ট্যান ক্রোয়েঙ্কে। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ক্রোয়েঙ্কে বলেন, ‘আর্সেনালকে সামনে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এটি একটি সাধারণ পরিবর্তন। যার মাধ্যমে অসাধারণ এই ক্লাবটির প্রতি আমাদের পরিবারের প্রতিশ্রুতিকে আরও দীর্ঘস্থায়ী করবে।’
ইউরোপীয় সুপার লিগে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করায় আর্সেনাল সমর্থকরা ক্রোয়েঙ্কের মালিকানার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। তবে সাম্প্রাতিক বিনিয়োগে ক্লাবটি চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে। উল্লেখ্য ২০০৪ সালের পর আর প্রিমিয়ার লিগের শিরোপা জয় করতে পারেনি গানাররা। এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। হাতে রয়েছে আর মাত্র ১১টি ম্যাচ।