মাগুরার মহম্মদপুরে গরু চুরির অপবাদে আরিফুল ইসলাম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চর কালিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম মোল্যা উপজেলার চর কালিশংকরপুর এলাকার হাসান মোল্লার ছেলে।
জানা যায়, ৩ দিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে ১টি গরু চুরি হয়। এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে বুধবার সন্ধ্যায় সালিশি বৈঠক বসে। এ সময় দু‘পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এরই জেরে বৃহস্পতিবার সকালে আরিফুল ইসলাম মোল্লা পুকুরে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে ৪-৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে আরিফের ওপর অতর্কিত হামলা করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের দাবি, নিহত আরিফুল পেশায় কৃষি শ্রমিক। সে গরু চুরির সঙ্গে জড়িত নয়।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।