বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

তিন ফিলিস্তিনকে হত্যা ইসরায়েলি বাহিনীর

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২১:৪৩

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অনন্ত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার( ১৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর আল-জাজিরা। 

বিবৃতিতে বলা হয়, জেনিনে দখলদার (ইসরায়েলি) বুলেটে তিনজন শহীদ হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত বছর থেকে পশ্চিম তীরে ইসরায়েল এই ধরনের অভিযান জোরদার করেছে, এরপর পর থেকে সর্বশেষ অভিযানটি ইসরায়েলি বাহিনী  দ্বারা পরিচালিত হয়েছিল।

অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, "নিরাপত্তা বাহিনী বর্তমানে জেনিন শরণার্থী শিবিরে কাজ করছে"।

ইত্তেফাক/এফএস/এসআর