শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘নীরাকে খুব কাছে থেকে দেখতে পারবেন’

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৪:৩০

‘কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। শুরুতে এই চরিত্রটি জানতে পেরে এত ভালো লাগে যে, আমি সাথে সাথে অভিনয় করতে রাজি হই। নীরা চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র, কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এই নীরা চরিত্রকে খুব কাছে থেকে দেখতে পারবেন।’—নতুন ওয়েব সিরিজে যুক্ত হওয়া এবং অভিনীত চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। 

গত বছর ‘পরাণ’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার ‘নীরা’ চরিত্রে এক অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে হাজির হচ্ছেন ওটিটি প্লাটফর্ম হইচইয়ে। ওয়েব সিরিজের নাম ‘মিশন হান্টডাউন’। সিরিজটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। 

জানা গেছে, ‘মিশন হান্টডাউন’-এ ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে এবং ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছেন মীম। সিরিজের গল্প আবর্তিত হবে মাহিদের চরিত্র নিয়ে। যিনি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি। মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গী দুর্ঘটনাক্রমে নিহত হয়। 

ঘটনাক্রমে এর কিছুদিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবি করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসাথে এর পেছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দুর্ধর্ষ জঙ্গী হামলার পরিকল্পনা জানতে পারে। উল্লেখ্য, এর আগে ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাঈম। তবে হইচইয়ের সিরিজে প্রথমবার কাজ করলেন মীম। শিগগিরই সিরিজ মুক্তি পাবে বলে জানিয়েছে হইচই।

ইত্তেফাক/এমএএম