ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন নেমে এসেছে আট দলে। পরশু রাতে রিয়াল মাদ্রিদ ও নাপোলি টিকিট কাটার মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের আট দল। শিরোপা স্বপ্নে আরেক ধাপ এগিয়ে যাওয়া সেই আট দলের মধ্যে তিনটি ক্লাবই ইতালির—ইন্টার মিলান, এসি মিলান ও নাপোলি।
২০০৬ সালের পর এই প্রথম ইতালির তিনটি ক্লাব এক সঙ্গে পা রাখল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। বাকি পাঁচ দলের মধ্যে দুটি ইংল্যান্ডের—ম্যানচেস্টার সিটি ও চেলসি। বাকি তিনটি ক্লাব তিনটি ভিন্ন দেশের। স্পেনের রিয়াল মাদ্রিদ, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং পর্তুগালের বেনফিকা।
কোয়ার্টার ফাইনালে এই আট দলের কে কার মুখোমুখি হবে, সেটাও আজই নিষ্পত্তি হয়ে যাবে। আজই যে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। সুইজারল্যান্ডের নিওনে ড্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ এপ্রিল।