শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

টাইগাররা সিলেটে, অভিষেকের আগে ছিটকে গেলেন জাকির

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৩:২৬

এই তো দুই দিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যাদের বিপক্ষে আগে কোনো সময় কোনো ফরম্যাটে ম্যাচই জেতেনি, তাদের বিপক্ষেই টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জিতেছে, তা-ও আবার হোয়াইটওয়াশ করে। তাই আনন্দের সীমা নেই টাইগার শিবিরে। তবে সেই আনন্দ করার সময় নেই তাদের, কারণ টাইগারদের জন্য সিলেটে অপেক্ষা করছে আয়ারল্যান্ড দল। আর সেই জন্য গতকাল বেলা ১১টার ফ্লাইটে পুণ্যভূমি সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়ে তামিম বাহিনী। তবে দলের সঙ্গে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়েও নেই নিশ্চিত কোনো তথ্য।

এদিকে গতকাল সকালে ঢাকা ছেড়ে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল তাদের বিশ্রাম করার কথা থাকলেও দুপুরে কড়া রোদে অনুশীলনে নেমে পড়েন টাইগাররা। এ সময় টাইগার শিবিরে নেমে আসে এক দুঃসংবাদ। গতকাল দলের সঙ্গে ব্যাটিং অনুশীলন করার সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ডাক পাওয়া তরুণ ব্যাটার জাকির হাসান। জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। এতে করে ওয়ানডে সিরিজে এবার আর তার অভিষেক হওয়া হচ্ছে না। থাকবেন না টি-টোয়েন্টি সিরিজেও। তার শেষ ভরসা মিরপুরের টেস্ট।

জাকির হাসান

শূন্য স্থানে ওয়ানডে দলে নতুন যুক্ত হয়েছে রনি তালুকদারের নাম। জাকির বাদ পড়ায় টাইগার ওয়ানডে দলের দরজা খুলেছে তার। ইংল্যান্ড সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। তবে হুট করে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হওয়ায় আজই দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন রনি।

রনি তালুকদার

অন্যদিকে শারীরিকভাবে সুস্থ নেই টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও। গতকাল তিনি দলের সঙ্গে সিলেটে গেলেও শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে, জ্বরের কবলে রয়েছেন তামিম। তবে গতকাল দলের সঙ্গে মাঠে অনুশীলনে ছিলেন তিনি। আশা করা হচ্ছে, প্রথম ওয়ানডে থেকেই পাওয়া যাবে টাইগার অধিনায়ককে।

এর আগে চলতি মাসের ১২ তারিখ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ দিনের সফরে এসেছে আয়ারল্যান্ড দল। আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়েই শুরু হবে টাইগারদের আয়ারল্যান্ড বধের মিশন। এরপর ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এছাড়া সিলেটের ম্যাচ শেষ করেই দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। কারণ সেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। ২৭ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর চট্টগ্রাম থেকে উভয় দল আসবে ঢাকায়। ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

ইত্তেফাক/জেডএইচ