মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ফুটবল খেলতে গিয়ে চোট পেয়ে হাসপাতালে মিরাজ

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৩:৩৮

সিলেটে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়ে পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুক্রবার (১৭ মার্চ) সকালে অনুশীলনের আগে দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। এই সময় পেসার হাসান মাহমুদের নেওয়া শট মুখে এসে লাগে মিরাজের।

বল মুখে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। এরপর সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে। তবে সিটি স্ক্যানের রিপোর্টে খারাপ কিছু আসেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।’   

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন