বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (১৭ মার্চ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে শেষ চারে নাম লেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলার ছয় মিনিটে ঘটে দুঃখজনক ঘটনা। ইংল্যান্ডের এক রাইডারকে ধরতে গিয়ে কপালে আঘাত পান বাংলাদেশের দুই ডিফেন্ডার রাসেল হাসান ও রোমান হোসাইন। দুজনের কপালেই দিতে হয় একটি করে সেলাই। খেলার শুরু থেকেই দাপট দেখাতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে দুটি লোনাসহ ২৯-১০ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ।
শেষ পর্যন্ত চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাই এই জয় বঙ্গবন্ধু উৎসর্গ করে বাংলাদেশ দল। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা এই জয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।’