বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চলো পথশিশুর মুখে হাসি ফোটাই

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৭:৪৮

জাতীয় শিশু দিবস ২০২৩ এর প্রতিপাদ্য 'স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন।' শুক্রবার (১৭ মার্চ) এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ক ফর বেটার সোসাইটি (ডাব্লিউ বি এস) পক্ষ থেকে বিদ্যাসভার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য 'চলো পথশিশুর মুখে হাসি ফোটাই' ইভেন্টের আয়োজন করা হয়। 

বিদ্যাসভা স্কুলের ছাত্রছাত্রী ও সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে  উত্তরা ৭নং সেক্টর শিশুদের খেলার পার্কে নানা ধরণের কর্মকান্ডের আয়োজন করা হয়। যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নাচ-গান  ও বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। সব শিশুরা তাতে তাছাড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ২০০ জন বাচ্চাদের জন্য পিজ্জা, বার্গার ও খাবারের আয়োজন করা হয় যা তারা চাইলেও খেতে পারে না। ভবিষ্যতে অন্যান্য সেবামূলক কাজে আমাদের সংগঠনে যাতে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এজন্য সমাজের সবার কাছ পরামর্শ, দিক নির্দেশনা ও সহযোগীতা একান্ত কাম্য। 

সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিকা তাবাস্সুম ফাউন্ডার অ্যান্ড জেনারেল সেক্রেটারি, সাদিয়া উম্মে হানি, শাকিল হোসেন অর্থ, আরমান হোসেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি (ডাব্লিউ বি এস) বিদ্যাসভা স্কুল। 

 

ইত্তেফাক/এআই