মলদোভাকে 'অস্থিতিশীল' করার জন্য রাশিয়ার ১০ বছরের পরিকল্পনার গোপন নথী ফাঁস হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মলদোভাকে অস্থিতিশীল করার জন্য রাশিয়ান সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর গোপন পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়াপন্থী গোষ্ঠীকে সমর্থন করা, অর্থোডক্স চার্চ ব্যবহার করা এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়া।
নথিটি মূলত মলদোভাকে পশ্চিমের দিকে ঝুঁকে পড়া, ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে, তারা পুরো নথি দেখেছে। এছাড়াও, 'মলদোভা প্রজাতন্ত্রে রাশিয়ান ফেডারেশনের কৌশলগত উদ্দেশ্য' শিরোনামের নথিটি ২০২১ সালে এফএসবি এর ক্রসবর্ডার কো-অপারেশন ডিরেক্টরেট দ্বারা লেখা হয়েছে বলে মনে করা হয়।