সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সড়ক দুর্ঘটনায় দুই দিনে ১৯ মৃত্যু আহত ২১

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০০:৪২

শুক্রবার (১৭ মার্চ) ও গত বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।

ভোলা প্রতিনিধি জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিনে বাস ও দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজছাত্রীসহ চার জন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাংলাবাজারের দক্ষিণে ওতরুদ্দিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭), একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশা  চালক মো. আবদুল কাদের। পুলিশ জানিয়েছে বাস ও চালককে আটক করা হয়েছে।

পিরোজপুর অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে তিন জন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতরা বাগেরহাট জেলার বাসিন্দা। জানা গেছে, বাগেরহাটের ১৮ জন যুবক পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিং সার্ভিস দেওয়ার জন্য একটি নছিমনে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে নছিমনের একটি চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস গ্রামীণ পরিবহনের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে নছিমনের দুই যাত্রী ঘটনাস্থলে এবং একজন পরে পিরোজপুর জেলা হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় নিহতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার শাহিন মল্লিক (১৮), চোমরা এলাকার ইয়াসিন মিনা (২২) এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা মিয়া (১৭)।

এছাড়া গতকাল পিরোজপুর-হুলারহাট সড়কের ধুপপাশা নামকস্থানে অপর এক দুর্ঘটনায় মনিরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত  হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার  রাতে এশিয়ান হাইওয়ের  উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫) সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) এবং নোয়াগাঁও ইউনিয়নের মো. শুক্কুর আলী (৩৩)।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উলটে ঘটনাস্থলে দুই জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত চার জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উলটে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান,  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকায় কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ট্রাক্টরের হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় ইরফান মিয়া (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার পৌলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান মিয়া পৌলি গ্রামের মরহুম বাবর আলীর ছেলে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  এক কৃষক নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের আলিম উদ্দিন (২৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা জাহির উদ্দিন (৫৮)।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীরের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। এছাড়া জেলার বেলকুচি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ইত্তেফাক/এমএএম