বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এটিএন নিউজের নতুন আয়োজন 'নির্মাণ রসায়ন'

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে শুরু হতে যাচ্ছে স্থাপত্য ও নির্মাণ বিষয়ক অনুষ্ঠান 'নির্মাণ রসায়ন পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস ও সিএসআরএম'।

দেশের প্রাচীন ও আধুনিক সময়ের নানা স্থাপনা ও প্রকল্প নির্মাণের নেপথ্যের স্বপ্ন ও গল্প তুলে ধরা হবে এতে।

আজ শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে।

'নির্মাণ রসায়ন'-এর পরিকল্পনা করেছেন ড. আল আমীন খান। প্রযোজনা করেছেন এটিএন নিউজের সিনিয়র প্রডিউসার ফারুকে আযম। অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন স্থপতি ও সাংবাদিক সৈয়দ তাওসিফ মোনাওয়ার। তিনি ইত্তেফাক অনলাইনের সহসম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম-এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

প্রযোজক ফারুকে আযম জানান, নির্মাণ রসায়ন অনুষ্ঠানটি কয়েকটি সেগমেন্টে বিভক্ত থাকবে। যেমন– কোনো একটি স্থাপনার গল্প, নির্মাণ হালচাল, অন্দরসজ্জার টুকিটাকি, নির্মাণসামগ্রী সংক্রান্ত তথ্য, এবং বিশেষজ্ঞের পরামর্শ।

জানা গেছে, অনুষ্ঠানটির প্রথম পর্বে দেখানো হবে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী। এছাড়া থাকবে ঢাকায় গড়ে ওঠা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন প্রকল্পের হালচাল। একজন প্রখ্যাত স্থপতি বাড়ি নির্মাণের ব্যাপারে পরামর্শ দেবেন। এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে থাকবে সেরা রং বাছাইয়ের পরামর্শ।

ইত্তেফাক/এসটিএম