বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড বাংলাদেশের

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:৩৬

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ।

৩৭ বছরের ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। ১৯৮৬ সালের ৩১ মার্চ প্রথম ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার মোরাতুওয়াতে এশিয়া কাপ টুর্নামেন্টে ওয়ানডেতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।

আজকের আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে জুনে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮১ রানের টার্গেটে ৮ উইকেটে ৩৩৩ রান করেছিলো বাংলাদেশ।

ইত্তেফাক/এসএস