বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাজধানীর মিরপুরে রাত্রিকালীন মিনি ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:১৭

রাজধানীর মিরপুরে যুব উন্নয়ন সংস্থা ‘সৃষ্টির আলো’র উদ্যোগে হাজী আবদুস সাত্তার স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত ৮ মার্চ পীরেরবাগের গাত্থারপাড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের আসরে সর্বমোট ৩২ টি দল অংশ নিয়েছে।

গাত্থারপাড় মাঠে আলোকসজ্জার মাধ্যমে রাত্রিকালীন এই টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে স্থানীয় দর্শকদের উপস্থিতি লক্ষ্যণীয়। অত্যন্ত আনন্দের সঙ্গেই টুর্নামেন্টের খেলা উপভোগ করছেন দর্শকরা। বর্তমানে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা চলছে। 

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল কমিশনার মরহুম হাজী আব্দুস সাত্তার স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে রাজনীতিবিদ মো. হাসিবুল হাসান পিন্টু বলেন, ‘তরুণ সমাজকে মাদক এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য এমন আয়োজন প্রশংসনীয়’। তরুণদের উৎসাহ দিয়ে তিনি আরো জানান, তিনি সবসময়ই এ ধরনের আয়োজনের সাথে আছেন।

টুর্নামেন্টটিকে সফল করার জন্য অংশগ্রহণকারী সকল দল এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। ‘সৃষ্টির আলো’ যুব উন্ন্যন সংস্থার সদস্য এবং কর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে টুর্নামেন্টটি পরিচালনা করছেন। আয়োজকরা আশা করছেন, এমন আয়োজন প্রতি বছরই অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এসএস