বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

টাইগারদের বোলিং তোপে দিশেহারা আয়ারল্যান্ড

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:৪৪

ব্যাটিংয়ে নেমে পাহাড়সম রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ৩৩৯ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ডকে। বিশাল এই রান তাড়ায় নেমে টাইগার বোলারদের তপের মুখে পড়ে দিশেহারা হয়ে গেছে আইরিশরা। ১০৯ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকছে সফরকারী দল।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান আর তৌহিদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালোই খেলছিল আয়ারল্যান্ড। প্রথম দশ ওভার পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি সফরকারীরা।

দলীয় ৬০ রানে গিয়ে বাংলাদেশকে প্তহম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। প্রথম উইকেট হারানোর পরই যেন হুড়মুড় করে ভেঙে পড়ে আইইরিশ ব্যাটিং লাইনআপ। 

সাকিবের পর এবাদতের বলে মুশফিকুর রহিম দুর্দান্ত এক ক্যাচে ফেরান পল স্টার্লিংকে। এবাদতের পরের ওভার থেকেও আসে আরেক উইকেট। ৬৮ রানেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। 

এরপর আইরিশ শিবিরে আঘাত হানেন তাসকিন। নিজের পরপর দুই ওভার থেকে দুই উইকেট তুলে নেনে ঢাকা এক্সপ্রেস। ৭৬ রানেই পঞ্চম উইকেট হারায় আইরিশরা।

ষষ্ঠ উইকেট জুটিতে কার্টিস ক্যাম্ফার আর জর্জ ডকরেল প্রতিরোধ গড়লেও এগোতে পারেননি বেশিদূর।  দুজনের ৩৩ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১০৯ রানেই ৬ উইকেট হারিয়ে  ধুঁকতে থাকা আইরিশদের হয়ে উইকেটে আছেন জর্জ ডকরেল আর গ্যারেথ ডিলানী।

 

 

ইত্তেফাক/এসএস