৯ মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহি । প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। মাস দেড়েক এর মধ্যেই তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তার চিকিৎসক । সন্তান জন্মের আগে মক্কা শরিফ দেখার ইচ্ছা হয়েছিল তার। সে কারণেই গত ৭ মার্চ স্বামী রকিব সরকারকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় দেশে ফিরতেই কারাগারে যেতে হলো তাকে।
এমন অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার বিষয়ে তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
নির্মাতা শিহাব শাহীন মাহিকে গ্রেপ্তারের বিষয়টি দেখছেন ভিন্নদৃষ্টিতে। তিনি লিখেছেন, এঘটনায় ‘আরাভ খান (দুবাইয়ে পালিয়ে থাকা পুলিশ সদস্য হত্যা মামলার আসামি) থেকে দৃষ্টি সরে যাবে সবার। মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’
এছাড়া অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুকের স্ট্যাটাসে শাওন লিখেন, একজন আটমাসের গর্ভবতী মা’কে কারাগারে প্রেরণ কিংবা তার জন্য রিমান্ডের আবেদন কোনোভাবেই কাম্য নয়। আইন রক্ষাকারী এবং প্রয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে অন্ত:সত্ত্বা মাহী ও তার অনাগত সন্তানের প্রতি ন্যায়সংগত ও সংবেদনশীল আচরণের অনুরোধ জানাচ্ছি।’
এদিকে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘নায়িকা মাহি বর্তমানে গর্ভবতী। পুলিশ যেন তার শারীরিক জটিলতার বিষয়টি মাথায় রাখে।’
নায়িকা তমা মির্জা লিখেছেন, ‘মাহিয়া মাহি এত বড় অপরাধ করে ফেলেছে যে, নয় মাসের গর্ভবতী এক নারীকে এত আয়োজন করে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যাওয়া হলো? আসলে অনেক বড় আসামি ধরে ফেলেছে...ও আমি আবার এগুলো নিয়ে কেন কথা বলছি, দেখা যাবে কথা বলার অপরাধে আমিও...।’
নবাগত নায়িকা রাজ রিপা লেখেন, ‘তার (মাহি) গর্ভের বাচ্চাটা যেন এই সুন্দর দুনিয়া দেখে। দেশের সরকার ‘বাংলার মা’র কাছে চাওয়া, মাহিয়া মাহি একজন ৯ মাসের গর্ভবতী মহিলা, দয়া করে তাকে মুক্ত করে দিন।’
অন্যদিকে মাহিয়া মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আইনটির বাতিল চেয়েছেন ‘মহানগর’এর নির্মাতা আশাফক নিপুণ।
অন্যদিকে নির্মাতা রেদওয়ান রনি মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাসে লেখেন ‘মাহিয়া মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।’